অনলাইন থেকে ইনকাম করার উপায় ২০২৪

আসসালামু আলাইকুম। বর্তমানে আধুনিক যুগে সবকিছুই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। সেই সাথে মানুষের ইনকামের পদ্ধতি টাও আধুনিক হয়ে গেছে। এই আধুনিক যুগে এসে মানুষ ঘরে বসেই টাকা ইনকাম করতে চায়। আমি বলবো না যে আপনারা ঘরে বসেই এই কাজগুলো করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । তবে অনেক সময় এই কাজগুলো থেকে লক্ষ টাকারও বেশি ইনকাম হয়ে যায়।

অনলাইন ইনকাম কি?

অনলাইন ইনকাম হলো মানুষ ঘরে বসে তার স্মার্টফোন বা কম্পিউটারটি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে কেউ কিন্তু ফ্রিতে আপনাকে টাকা দিবে না এর জন্য তার কোন না কোন কাজ করে দিতে হবে। আমি চেষ্টা করব আজকে আপনাদের অনলাইন থেকে ইনকাম করার উপায় ২০২৪ বিষয় নিয়ে বিস্তারিত বুঝানোর।

অনলাইন থেকে ইনকাম করার উপায়

অনলাইন থেকে ইনকাম করার অনেক ধরনের উপায় রয়েছে। একেক জন মানুষ একেক সেক্টরের কাজ করে থাকে। তবে বর্তমানে অনলাইন ইনকামের যে ট্রেন্ডিং উপায় রয়েছে আমি এখন আপনাদের সে বিষয়ে বলবো।

এয়ারর্ড্রপ: আপনারা কম বেশি অনেকেই হয়তো Airdrop এর নাম শুনে থাকবেন। বর্তমানে আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে এই Airdrop গুলো বেশি দেখতে পাচ্ছি। HMASTER COMBAT এর নাম আপনারা মোটামুটি সকলেই জানেন। এটাও কিন্তু একটা Airdrop ছিল। কিন্তু টেলিগ্রামে বটের মাধ্যমে সর্বপ্রথম যে Airdrop এসেছিল তার নাম ছিল NOTCOIN । এই NOTCOIN থেকে প্রায় এক থেকে দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছে ।যা এক থেকে দুই লাখ টাকার সমান। নট কয়েন থেকে পাওয়া পেমেন্টের সামান্য কিছু প্রুফ আপনাদের দিয়ে দিলাম।

 

যারা মোটামুটি কাজ করেছিল তারা কমপক্ষে ১০০ থেকে ১৫০ ডলার পেয়েছিল। আমি নিজে ১৫০ ডলার পেয়েছিলাম।

এয়ারড্রপে কাজ করতে কি কি লাগে?

বর্তমান বেশিরভাগ এয়ারড্রপ যেহেতু টেলিগ্রাম বেসড। তাই সর্বপ্রথম আপনার একটি টেলিগ্রাম একাউন্ট লাগবে। তারপর আপনার লাগবে একটি TonKeeper ওয়ালেট। আপনারা প্লে স্টোর থেকে TonKeeper অ্যাপটি ডাউনলোড করে একটি Wallet খুলে নিবেন। তারপর আপনার কাজ করা Airdrop কয়েনটি যে এক্সচেঞ্জারের লিস্ট হবে সে এক্সেঞ্জারে একটি একাউন্ট করে তারপর সেটি ভেরিফাই করে নিবেন। ভেরিফাই এর বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে যখন আপনারা করবেন দেখে নিবেন।

এয়ারড্রপের টাকা বিকাশ নেওয়ার উপায়

Airdrop থেকে টাকা আপনারা সরাসরি বিকাশে নিতে পারবেন না। কারণ এয়ারড্রপ গুলো সরাসরি বিকাশে পেমেন্ট করে না। এর জন্য আপনাদের বিভিন্ন Exchanger একাউন্ট করতে হবে যেমন: Binance, Bybit, Bitget, Mexc ইত্যাদি. Airdrop গুলোর কয়েন সাধারণত এসব এক্সেঞ্জারে লিস্টেড হয়ে থাকে। তাই তারা এই Exchanger গুলোতে পেমেন্ট করে। Airdrop থেকে এক্সেঞ্জারে পেমেন্ট পাওয়ার পর সেই কয়েনকে USDT তে কনভার্ট করে আপনারা USDT ডলার সেল করে টাকা বিকাশে নিতে পারবেন। হয়তো আপনার কাছে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে কিন্তু আমি টেলিগ্রামে এসব কিছু একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেই। এর জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে CryptoTricks BD জয়েন করতে পারেন।

মাইনিং করে ইনকাম

Blum: 

এটা একটা টেলিগ্রাম মাইনিং বট। এখানে মূলত কাজটা হলো ব্লুম পয়েন্ট মাইনিং করা। প্রতি ৮ ঘণ্টা পর পর আপনারা এপর থেকে পয়েন্ট ক্লেইম করতে পারবেন। আর ডেইলি কিছু টাস্ক পাবেন সেগুলো কমপ্লিট করে পয়েন্ট আর্নিং করতে পারবেন। নির্দিষ্ট একটা সময় পর এটার মাইনিং অফ হয়ে যাবে। তারপর তারা আপনার মাইনিংকৃত পয়েন্ট অনুযায়ী আপনাকে কিছু কয়েন দিবে সেই কয়েন আপনারা Withdraw করে সেল করে USDT Dollar এ কনভার্ট করতে পারবেন।

এই লিংক থেকে বটে (Blum Join) জয়েন করুন।

Major: 
Blum এর মত Major ও টেলিগ্রাম মাইনিং বট। এই বটে আপনারা প্রতিদিন কিছু ডেইলি Task পাবেন সেগুলো কমপ্লিট করে পয়েন্ট জমাতে হবে।

এই লিংক থেকে বটে (Major Join) জয়েন করুন।

এরকম আরো অনেক টেলিগ্রাম মাইনিং বট রয়েছে। সেই সব বট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে (CryptoTricks BD) জয়েন করুন।

আর আপনারা যদি কেউ ডলার সেল করতে চান তাহলে আমার সাথে টেলিগ্রাম SohanOfficial যোগাযোগ করুন।

আর্টিকেল লিখে ইনকাম 

আর্টিকেল লেখার মাধ্যমেও আপনার ইনকাম করতে পারেন। যদি আপনার লেখালেখি করার বিষয়ে আগ্রহ থাকে। তবে এটি হতে পারে আপনার ইনকামের একটি সুযোগ। বর্তমানে আর্টিকেল লিখেও অনেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে। আপনারা আমার ওয়েবসাইটে যে লেখাটি পড়ছেন সেটাও একটি আর্টিকেল। অনেকেই তাদের ওয়েবসাইটের জন্য আর্টিকেল রাইটারদের থেকে আর্টিকেল লিখিয়ে নেন। এর জন্য তাদের ভালো একটা পেমেন্ট করে থাকেন।

আপনি যে বিষয়ে ভালো জানেন বুঝেন এবং আগ্রহ আছে সে বিষয়ের উপরে আর্টিকেল লিখতে পারেন। তবে বিষয়টি এমন হতে হবে যে তা মানুষের জন্য প্রয়োজনীয় এবং তারা সেটা পড়তে আগ্রহী। উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি, আপনি টেক বিষয়ে ভালো বুঝেন। অনেকেই হয়তো জানেন না টেলিগ্রাম একাউন্ট কিভাবে খুলতে হয়। এখন আপনি সুন্দর করে গুছিয়ে বিষয়টি লিখলেন হয়ে গেল আপনার একটি আর্টিকেল।

মার্কেটপ্লেসে অনেক মানুষ আছে যারা আর্টিকেল কিনে থাকে বা রাইটারদের থেকে লিখিয়ে নেয়। অনেক সময় তারা নিজেরাই আর্টিকেল কোন বিষয়ে লিখবেন সেটা বলে দিবে। তখন আপনাকে তার চাহিদা অনুযায়ী আর্টিকেলটি লিখে দিতে হবে। আর্টিকেলের কোয়ালিটি অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন।

ওয়েবসাইট বিক্রি করে ইনকাম

বর্তমান সময়ে এসে আপনারা ওয়েবসাইট বানিয়ে ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি ডোমেন এবং হোস্টিং। তারপর আপনারা ইউটিউব দেখে একটি থিম ইন্সটল করে এবং একটু কাস্টমাইজ করে ছোটখাটো একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তারপর আপনারা সেই ওয়েবসাইটের জন্য কিছু আর্টিকেল লিখবেন। এরপর যদি আপনারা গুগল এডসেন্স অ্যাপ্রুভ করাতে পারেন। তাহলে খুব সহজেই সেই ওয়েবসাইটটি ১৫ থেকে ১৮ হাজার টাকা বিক্রি করতে পারবেন। 

আর যদি এডসেন্স অ্যাপ্রুভ নাও করাতে পারেন কিন্তু আপনার ওয়েবসাইটে ভালো পরিমান ভিজিটর থাকে। তাহলে আপনারা সেটা ভালো দামে বিক্রি করতে পারবেন। 

ফেসবুক থেকে আয়

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল প্লাটফর্ম হল ফেসবুক। ফেসবুক থেকেও আপনারা বেশ কয়েক ভাবে ইনকাম করতে পারবেন। 

ফেসবুক মার্কেটিংঃ বিভিন্ন প্রোডাক্ট বা কোম্পানিকে ফেসবুকে প্রমোট করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। অনেক সময় দেখে থাকবেন বিভিন্ন পোস্টের কমেন্টে অনেকেই বিভিন্ন প্রোডাক্ট বা কোম্পানির নাম,ছবি কমেন্ট করে থাকে। এ ধরনের কাজকেই ফেসবুক মার্কেটিং বলে।

ফেসবুক ভিডিওর মাধ্যমে ইনকাম

ফেসবুক ভিডিও থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তবে ইনকাম করার আগে কিছু শর্ত রয়েছে। যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন তাহলেই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। পেইজে বিগত ৬০ দিনের মধ্যে যে কোন ৩ মিনিটের ভিডিওতে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এবং সর্বমোট পেইজে ৫০০০ ফলোয়ার লাগবে। তবে আপনার পেইজটি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। 

এছাড়াও ফেসবুকে Reels আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আর এর জন্য অবশ্যই Reels মনিটাইজেশন পেতে হবে। Reels মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা নিয়মিত Reels আপলোড করতে থাকবেন হঠাৎ করে একদিন দেখবেন ফেসবুক থেকে আপনাদের রিলস মনিটাইজেশনের ইনভাইটেশন পাঠিয়েছে। এরপর আপনাদের ১০০ ডলার হলেই ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকাটা ব্যাংকে নিতে পারবেন। ফেসবুক প্রতি মাসে একবার করে পেমেন্ট করে থাকে। 

ইউটিউব থেকে ইনকাম

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। সকল ধরনের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আপনারা চাইলে ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে ভিডিও দেখার সময় খেয়াল করবেন ভিডিও শুরুতে বিভিন্ন অ্যাড দেখা যায়। ওই চ্যানেলের মালিক এড এর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করে।

আপনি যে বিষয়ে ভালো বুঝেন সে বিষয়টি ইউটিউবে শেয়ার করতে পারেন। এর জন্য আপনাদের ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে।

উপসংহার: অনলাইন থেকে আয় করার আরো অনেক উপায় রয়েছে। সব কিছু এক সাথে আলোচনা করা সম্ভব নয়। আর বর্তমানে অনলাইনে চোরে ভরপুর। তাই যে কোন কাজ সাবধানে করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button