রবি ব্যালেন্স ট্রান্সফার ২০২৩ | Robi Balance Transfer

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি রবি সিমের গ্রাহক হয়ে থাকেন। তবে আজকেই এই পোস্টটি আপনার জন্য। রবি সব সময় তাদের প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে একটি সেবা হলো বরি ব্যালেন্স ট্রান্সফার। আপনারা এখন চাইলেই আপনার রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন। তো আজকে আমি রবির ব্যালেন্স ট্রান্সফার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

রবি ব্যালেন্স ট্রান্সফার ২০২৩ | Robi Balance Transfer

রবির ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম ২০২৩

আপনারা ইতি মধ্যে জেনেছেন রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। মূলত রবি সব সময় তাদের গ্রাহকদের নতুন কিছু দিতে চায়। এরই ধারাবাহিকতায় রবি এখন ব্যালেন্স ট্রান্সফারের সুযোগ দিচ্ছে।

রবিতে মূলত ২ ভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

  • ইউএসডি কোডের মাধ্যমে
  • রবি অ্যাপের মাধ্যমে

রবি থেকে রবি কোডের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার

রবিতে *123*4# বা *140*6*1# এই কোডটি ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। এর জন্য ৫টাকা চার্জ কাটা হবে।

রবি অ্যাপের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার

রবিতে অ্যাপের মাধ্যমে Balance Transfer করতে প্রথমে আপনাকে My Robi অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর নাম্বার দিয়ে অ্যাপটিতে লগিন করতে হবে। এরপর বাকি ধাপ গুলো স্ক্রিনশটের মাধ্যমে নিচে দিয়ে দিলাম।

১ম: অ্যাপে প্রবেশ করে  More অফশনে ক্লিক করি।

রবি ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম

২য়: এরপর একটু নিচের দিকে Scroll করলেই দেখতে পাবেন Balance Transfer অপশনটি। আর সেখানে ক্লিক করবেন।

রবি ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম

৩য়: আপনি যার নাম্বারে টাকা পাঠাতে চান এখানে তার নাম্বারটি দিতে হবে এবং নিচে আপনাকে টাকার পরিমান সিলেক্ট করতে হবে। তারপর proceed এ ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড সেটি দিয়ে Ok করলেই Balance Transfer হয়ে যাবে।

রবি ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম

নোট: অবশ্যই Balance Transfer করতে গেলে এর জন্য চার্জ কাটবে।

Related Articles

Back to top button