ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদনের সময়
বহু কল্পনা জল্পনার পর অবশেষে ইতালির ২০২৪ এর ক্লিক ডে পরিবর্তন হয়ে মার্চ মাসে দেওয়া হয়েছে। ইতালির জর্জা মেলোনি সরকার সামনের ৩ বছরে ৪ লক্ষ ৫২ হাজার লোক নিবে। এর মধ্যে প্রতিটি দেশের জন্য কোটা বরাদ্দ রয়েছে। ২০২৪ সালেই নিবে ১ লক্ষ ৫১ হাজার শ্রমিক।
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদনের সময়
ইতালির ২০২৪ এর ক্লিক ডে হওয়ার কথা ছিলো ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো এক কারণে সেটা পিছিয়ে মার্চ মাসে দেওয়া হয়েছে। ২০২৪ সালের স্পন্সর ভিসার আবেদনের সময় মার্চ মাসের ১৮ তারিখ। এর মানে হলো ১৮ তারিখ সম্ভাব্য সময় ৯টায় ( যদি সময় পরিবর্তন না হয়) ফাইল ক্লিক করে জমা করতে হবে।
বর্তমানে সবাই ইতালির যাওয়ার জন্য পাগল হয়ে আছেন। ইতালির ভিসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়া। আর অনেক বড় একটা এমাউন্ট লাগে ইতালি যেতে। তাই সবাই বিশ্বস্ত মানুষের মাধ্যমে সকল কাজ করার চেষ্টা করবেন।