এসএসসি রেজাল্ট বের করার নিয়ম ২০২২ (মার্কশীট সহ) | SSC Results 2022

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সকলে সুৃস্থ আছেন। ssc exam 2022 হয়ে গেছে অনেক দিন হলো। এখন রেজাল্টের সময় এসে গেছে। অনেকই হয়তো চিন্তিত কিভাবে রেজাল্ট দেখবেন। আপনাদের কথা চিন্তা করে আজকে আপনাদের জানাবো কিভাবে খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন এবং মার্কশীট নাম্বার সহ খুব সহজেই রেজাল্ট বের করতে পারবেন। এই আর্টিকেলে এসএসসি রেজাল্ট বের করার নিয়ম সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এসএসসি রেজাল্ট বের করার নিয়ম ২০২২ ( মার্কশীট সহ)

২৮ নভেম্বর ২০২২ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় আপনাদের এসএসসি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এর আগেই আপনাদের জেনে রাখা দরকার কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হয়।

এসএসসি রেজাল্ট বের করার নিয়ম

আপনারা দুই ভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবে। নিচে আমি দুইটি উপায়ই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

১ম: অনলাইনের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইট থেকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেব করতে পারবেন। 

বোর্ডের দুইটি ওয়েবসাইট আছে একটিতে শুধু রেজাল্ট দেখাবে আরেকটি মার্কশীট নাম্বার সহ রেজাল্ট দেখতে পারবেন।

২য়: আপনি চাইলে শুধু রোল নাম্বার দিয়ে এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।

আপনারা চাইলে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমেও আপনার রেজাল্টটি জেনে নিতে পারবেন। তবে এর জন্য প্রয়োজন হবে একটি টেলিটক সিম।

অনলাইন থেকে রেজাল্ট বের করার নিয়ম

দুইটি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ssc result 2022 বের করতে পারবেন।

  1. www.educationboardresults.gov.bd
  2. this website

প্রথম সাইট থেকে শুধু মাত্র রেজাল্ট জানতে পারবেন। আর দ্বিতীয় সাইট থেকে মার্কশীট নাম্বার সহ পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন। তো চলুন এখন দেখে নেয়া যাক কিভাবে রেজাল্ট বের করবেন

নিয়ম:

১ম ধাপ:- প্রথমেই এই ওয়েব সাইটে চলে যাবেন। www.educationboardresults.gov.bd

২য় ধাপ:- তারপর (SSC/DAKHIL) সিলেক্ট করবেন। আর যদি আপনি ভোকেশনালের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে [SSC(VOCATIONAL)] সিলেক্ট করবেন।

৩য় ধাপ:- আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন।

৪র্থ ধাপ:- আপনার রোল নাম্বারটি দিবেন।

৫ম ধাপ:- আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন

সর্বশেষ ধাপ:- একটি ছোট্ট ক্যাপটা পূরণ করে। যেমন : 7+4 = 11 এভাবে পূরণ করে Submit এ ক্লিক করলেই আপনার কাক্ষিত রেজাল্ট দেখতে পারবেন।

মার্কশীট সহ রেজাল্ট দেখার নিয়ম

মার্কশীট সহ রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে https://bdeduresults.com/ssc-result-2022/ এই ওয়েবসাইটে। 

নিয়ম:

১ম ধাপ:- প্রথমেই উক্ত সাইটটিতে প্রবেশ করুন। এরপর (Ssc/Dakhil/Equivalent) সিলেক্ট করুন।

২য় ধাপ:- তারপর আপনার পরীক্ষার Year সিলেক্ট করুন। যেমন: এবার হলো 2022

৩য় ধাপ:- এরপর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন।

৪র্থ ধাপ:- আপনার Result Type (Individual Result) সিলেক্ট করবেন।

৫ম ধাপ:- আপনার রোল নাম্বারটি দিবেন।

৬ষ্ঠ ধাপ:- আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন।

সর্বশেষ ধাপ:- নিচে দেখবেন একটি ছবিতে ৪টি সংখ্যা রয়েছে। সেটা দেখে হুবহু নিচে লিখবেন। তারপর Get Results এ ক্নিক করলে সাথে সাথে মার্কশীট সহ রেজাল্ট এসে পড়বে।

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

অনেকই হয়তো ভাবছেন এতো কিছু করে রেজাল্ট দেখা ঝামেলা। তাদের জন্য এসএমএসের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট জেনে নিতে পারবেন।

এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২২ | SSC Result 2022

আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদেরকে ssc results 2022 জানতে উপকৃত করবে। সব শেষে আপনাদের জন্য রইলো শুভকামনা।

Leave a Comment