টেলিগ্রামের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস | না জানলে একাউন্ট ডিলিট হয়ে যেতে পারে

আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় পাঠক বন্ধুরা। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু টিপস। যা আপনাদের সকলের জানা জরুরি। তা না হলে ডিলিট হয়ে যেতে পারে আপনার টেলিগ্রাম আইডিটি।

টেলিগ্রামের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস

বর্তমানে টেলিগ্রাম অন্য সকল সোস্যাল কমিউনিকেশন অ্যাপের মতোই অনেক জনপ্রিয়। টেলিগ্রাম ইমু, হোয়াটস অ্যাপ মেসেন্জারের মতো ব্যবহার করা যায়। বরং এসবের চেয়ে টেলিগ্রামে বেশি ফিচার’স রয়েছে এমনকি সব গুলোর চেয়ে এটা বেশি নিরাপদ। কম বেশি আমরা সকলেই টেলিগ্রাম ব্যবহার করেছি বা করি। আমি আজকে আপনাদেরকে টেলিগ্রামের একটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে বলবো। যা জানা না থাকলে আপনার গুরুত্বপূর্ণ টেলিগ্রাম একাউন্টটি হয়ে যেতে পারে চিরতরে ডিলিট। তাই এখনি জেনে নিন কিভাবে টেলিগ্রাম আইডিটি ডিলিট হওয়া থেকে রক্ষা করবেন।

১. প্রথমে আপনার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন।

. একদম উপরে বাম পাশের 3 ডট মেনুতে ক্লিক করবে।

৩. এর পর নিচের দিকে Settings এ ক্লিক করবেন।

৪. একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন Privacy and security অফশন। এর ভিতরে ঢুকবেন।

৫. নিচের দিকে নামলেই দেখতে পারবেন Delete my account নামে একটা অফশন। এটা অটোমেটিক ভাবে ১ মাস দেওয়া থাকে। এটার মানে হলো আপনি যদি ১মাস আপনার টেলিগ্রাম লগিন না করেন তাহলে আপনার টেলিগ্রাম একাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাই এটিকে পরিবর্তন করতে হবে। তার জন্য এই অফশনের মধ্যে ক্লিক করুন।

৬. screenshots এর মতো করে 1 month থেকে 1 year সিলেক্ট করে দিন। হয়ে গেল আপনার কাজ। এখন আপনার আইডি লগিন না করলেও ১ বছর পর্যন্ত ডিলিট হবে না।

এমন আরো ইন্টারেস্টিং জিনিস জানতে নিয়মিতে আমাদের Trickyblog24 ভিজিট করুন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button