ফাইবার কি? কিভাবে এখানে থেকে আয় করা যায়?

আজকে আমি আপনাদের সাথে অনলাইন থেকে আয় করার একটি গুরুত্বপূর্ণ সাইট সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে ফাইবার কি এবং কিভাবে এখান থেকে আয় করা যায়। আপনি যদি অনলাইন থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা আয় করতে চান এবং আপনাদের সম্পর্কে কোন ধারনা না থাকে তাহলে আপনি আমার আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। এতে করে আপনি হয়তো ফাইবার থেকে আয় করার বিষয়ে কিছুটা ধারণা লাভ করতে পারবেন।

ফাইবার কি?

বর্তমানে অনলাইন থেকে আয় করা অনেকটাই সহজ তবে আপনাকে সেই সঠিক মাধ্যমটা খুঁজে বের করতে হবে এবং কিভাবে সেখান থেকে আয় করতে হয় সে বিষয়ে ধারনা থাকতে হবে। অনলাইন থেকে প্রতিমাসে একটা ভালো পরিমাণ আয় করার কয়েকটি উপায় সম্পর্কে আজকে বলবো। 

ফাইবার কি?

আপনারা হয়তো অনেকেই ফাইবার সম্পর্কে জানেন আবার যারা একদম নতুন তাদের হয়তো ফাইবার সম্পর্কে তেমন কোন ধারণা নেই। ফাইবার হলো একটি ফিলান্সিং ওয়েবসাইট । যেখানে আপনারা আপনাদের বিভিন্ন দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতি মাসে একটি ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন।

ফাইবারে কিভাবে একাউন্ট করবেন?

 ফাইবারে কাজ করার আগে আপনাকে অবশ্যই একটি ফাইবার একাউন্ট করে নিতে হবে। চলুন আপনাদের দেখিয়ে দেই কিভাবে ফাইবার একাউন্ট করবেন।

  • প্রথমে আপনারা fiverr.com এ চলে যাবেন।
  • এরপর Join বাটনে ক্লিক করে সরাসরি ফেসবুক বা গুগলের মাধ্যমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। 
  •  এরপর আপনি যে ইমেইল ব্যবহার করে একাউন্ট করেছেন তার মধ্যে একটি ভেরিফিকেশন লিংক দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
  •  এরপর প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আপনার ফাইবার প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে নিতে হবে ।
  • সর্বশেষ ধাপ হলো আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপর ফাইবারে গিগ তৈরি করে নিতে হবে।

কিভাবে ফাইবার থেকে আয় করবেন?

 ইতিমধ্যে আমি আপনাদের বলে দিয়েছি ফাইবার কি। এখন আমি আপনাদের সাথে ফাইবার থেকে কিভাবে আয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। ফাইবারে এমন অনেক মানুষ আছে যারা একটা ভালো এমাউন্টের টাকা ব্যয় করে তাদের ভিডিও এডিট করিয়ে নেয়। আপনি যদি একজন ভালো ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে উক্ত কাজটি আপনি করে দিয়ে তার বিনিময়ে সেই অর্থটি পেতে পারেন। অথবা মনে করুন আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন এর কাজ জানেন। তো আপনি ফাইবার একটি গ্রাফিক্স ডিজাইনের উপর গিগ তৈরি করে মানুষকে বিভিন্ন লগো বা বিজনেস কার্ড ডিজাইন করে দিয়ে আয় করতে পারবেন। এরকম আরো কয়েক শত রকমের কাজ রয়েছে। মোটকথা আপনি যে কাজে দক্ষ সেই কাজের সার্ভিস দিয়ে অর্থ আয় করতে পারবেন। যেমনঃ কনটেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এনিমেশন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, থ্রিডি ডিজাইন ইত্যাদি।

ফাইবারে কি কি ধরনের কাজ পাওয়া যায়?

উপরে আমি আপনাদেরকে বলে দিয়েছি ফাইবারে কি ধরনের কাজ রয়েছে। এখন আমি আপনাদের ফাইবারের কিছু প্রফেশনাল কাজের লিস্ট সম্পর্কে বলবো

  •  ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপমেন্ট
  •  কনটেন্ট রাইটিং
  • অ্যাপ ডেভেলপমেন্ট
  • UI-XI Design
  •  গ্রাফিক্স ডিজাইন
  •  এনিমেশন
  •  ডিজিটাল মার্কেটিং 
  • ডাটা এন্ট্রি

এরকম আরো অনেক কাজ রয়েছে। যা আপনি ফাইবার ওয়েব সাইটে ঢুকলেই দেখতে পারবেন।

মোবাইল দিয়ে ফাইবারে কাজ করা যাবে কি না?

হ্যাঁ মোবাইল দিয়েও ফাইবারে কাজ করা যায়। যেমন: কন্টেন্ট রাইটিং করা,  লোগো বানানো বা ফটো ইডিট করা ইত্যাদি। এসব বিষয়ে আপনি পারদর্শী হলে মোবাইলের মাধ্যমেও ফাইবারে কাজ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button