বিকাশ কেন বয়কট করা হচ্ছে?

আমরা সকলেই জানি বর্তমানে সোস্যাল মিডিয়ে খুবই ভাই একটি টপিক #বয়কট_বিকাশ #বয়কট_আরং #বয়কট_ব্রাক। কিন্তু অনকেই আমরা জানি না কেন বিকাশ, আরং সহ ব্রাকের সাথে সম্পৃক্ত সকল কিছুকে মানুষ বয়কট করছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলছি।

বয়কট বিকাশ

ব্রাক ইউনিভারসিটির একজন লেকচারার (শিক্ষক) আসিফ মাহতাব গত কয়েকদিন আগে একটি আলোচনা সভায় সপ্তম শ্রেণির বইতে থাকা একটি গল্পের (শরিফ থেকে শরিফা) বিরুদ্ধে প্রতিবাদ করেন। প্রতিবাদটি এমন ছিল যে ওনি বইটি থেকে ওই গল্পের পাতা দুইটি ছিড়ে ফেলেন আর বলেন যদি আপনাদের সামর্থ থাকে তবে আপনারও বইটি কিনে এই গল্পের পাতা দুটি ছিড়ে ফেলে আবার দোকানি বইটি দিয়ে দিন। আর বলুন বইটি আবার অর্ধেক মূল্যে কারো কাছে বিক্রি করে দিতে। এভাবে তিনি প্রতিবাদ জানা। আর ঠিক সেই দিন রাতেই ব্রাক ইউনিভারসিটি থেকে ওনাকে কল করে জানানো হয় ওনি যেন পরের দিন আর ভার্সিটিতে ক্লাস নিতে না  আসেন। আসিফ মাহতাব প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো তার সাথে প্রাংক করছেন। পরে তিনি সকাল বেলা নিশ্চিত হন তাকে সত্যি সত্যি ক্লাসে যেতে না করা হয়েছে। তার পর থেকে বিষয়টি ব্যাক পরিমানে ভাইরাল হয়। তার সবাই ব্রাকের সাথে সম্পৃক্ত সকল কিছু বয়কট করছেন।

আপনারও বয়কট করুন

বয়কট বিকাশ, বয়কট ব্রাক
ফটো কালেকটেড

#বয়কট_বিকাশ

#বয়কট ব্রাক

#BoycottBrac
#BoycottAarong
#BoycottBracUniversity
#BoycottBracBank
#BoycottBkash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button