এয়ারটেল সিম 4G করার নিয়ম | এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম বিস্তারিত

আপনারা যারা আজকের আর্টিকেলটি পড়ছেন তারা নিশ্চয়ই এয়ারটেল সিম 4G করার ব্যাপারে আগ্রহী। আর তাই এয়ারটেল 3G সিম 4G তে রুপান্তর করার বিষয়ে জানতে চাচ্ছেন। আজকে আমরা এয়ারটেল সিম 4G করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশাকরি আমাদের এই পোস্টটি আপনাদেরকে এয়ারটেল 3G থেকে 4G তে রুপান্তর করতে সাহায্য করবে।

এয়ারটেল সিম 4G করার নিয়ম

আমরা সকলেই জানি বর্তমানে এয়ারটেল বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক। এয়ারটেল তাদের গ্রাহকদের বিভিন্নভাবে 3G সিমকে 4G তে রূপান্তর করার জন্য উৎসাহিত করছে। অনেক সময় এয়ারটেল কাস্টমকেয়ার থেকে কল করে তাদের গ্রাহকদের উৎসাহিত করছে। কারণ 3G থেকে 4G এর সেবার মান অনেক ভালো। মোট কথা বলতে 4G এর স্পিড অনেক বেশি। এয়ারটেল 4G এর স্পিড বেশি থাকার কারণে এটি আপনার জীবনযাত্রার মানকে আরও দ্রুত করবে। আর এর জন্য অনেক মানুষ এয়ারটেল সিম 4G করার নিয়ম জানতে আগ্রহী। আজকের এই পোস্টের আমরা এয়ারটেল সিম 4G করার নিয়ম সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। 

এয়ারটেল 3G সিম 4G করার নিয়ম

  • আপনি চাইলে দু’ভাবে আপনার সিমকে 3G থেকে 4G তে রুপান্তরিত করতে পারবেন। প্রথমত আপনি চাইলে আপনার নিকটবর্তী এয়ারটেল কাস্টমকেয়ারে যেতে পারেন। অথবা যে সব স্থানে এয়ারটেল বায়োমেট্রিক রিটেইল পয়েন্ট আছে। সেখানে গিয়েও করতে পারবেন।
  •  যদি সিমটি অন্য কারো আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা তাহলে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর নিজের নামেই থাকলে কাউকে নিতে হবে না।
  • সাথে করে অবশ্যই জাতীয় পরিচত পত্র বা আইডি কার্ড নিয়ে যাবেন।
  • সিম আপগ্রেড ফি হলো ২০০ টাকা।

এভাবে আপনি খুবই সহজে আপনার Airtel সিমটিকে 3G থেকে 4G করে দ্রুত গতির ইন্টারনেট স্পিড পেতে পারেন। কারণ Airtel 4G নেটওয়ার্ক 3G এর থেকেও সুপার ফাস্ট গতিতে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button