নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম | Nagad Islamic Account

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম– বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম ‘নগদ’। নগদ এবং বিকাশ দুটোই বাংলাদেশর জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম। নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে এই ডিজিটাল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান গুলো। ঠিক এরই ধারাবাহিতায় নগদ নিয়ে আসলো নগদ ইসলামিক একাউন্ট।

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম | Nagad Islamic Account

আমাদের দেশ মুসলিমপ্রধান। বরাবরের মতোই আমরা সুদ, হারাম এসব থেকে দূরে থাকতে পছন্দ করি। তাই এবার নগদ নিয়ে হাজির হলো নগদ ইসলামিক একাউন্ট। আজকের আর্টিকেলে আমি আপনাদের জানাবো নগদ ইসলামিক একাউন্ট কি এবং কিভাবে করবেন। আর এর সুবিধা গুলো কি কি?

নগদ ইসলামিক একাউন্ট কি?

নগদ ইসলামিক একটাউন্ট হচ্ছে শরিয়তসম্মত সুদবিহীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা। নগদ রেগুলার একাউন্টে টাকা রাখলে মাস শেষে কিছুটা সুদ দেওয়া হয়। এটা মাস শেষে আপনার মূল টাকার সাথে যোগ হয়ে যায়। কিন্তু নগদ ইসলামিক একাউন্ট সুদ মুক্ত। এটি চালু করলে আপনার জমাকৃত টাকার উপর কোন সুদ ধার্য করা হবে না। আর এই সুদ মুক্ত ডিজিটাল লেনদেনের সুযোগ করে দিয়েছে নগদ।

নগদ ইসলামিক একাউন্ট করার নিয়ম

নগদ এ ইসলামিক একাউন্ট করা খুবই সহজ। নগদ নতুন একাউন্ট করার সময় ইসলামিক অফশনটি সিলেক্ট করে নগদ ইসলামিক একাউন্ট করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার নগদ একাউন্টকেও যে কোন সময় নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।

নগদ থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করার নিয়ম

একাউন্টের ধরন পরিবর্তন করার জন্য আপনার সর্বপ্রথম নগদ অ্যাপটি প্রয়োজন পড়বে। তারপর নিচের ধাপগুলো ফলো করুন।

  • প্রথমে আপনার নাম্বার এবং পিন দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
  • একদম নিচের দিকে ডান পাশে My Nagad এ ক্লিক করুন।

  • এরপর Account Type অফশনে প্রবেশ করুন।

  • তারপর আপনার ৪ ডিজিটের পিন নাম্বার দিয়ে Confirm এ ক্লিক করুন।
নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম | Nagad Islamic Account
  • দেখনু আপনার নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট এ পরিবর্তন হয়ে গেছে।

প্রতি মাসে শুধুমাত্র ১বার আপনার নগদ একাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।

নগদ ইসলামিক একাউন্টের সুবিধা ও অসুবিধা

  • সুধবিহীন
  • ডোনেশন
  • ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম পেমেন্ট
  • হজ্জ ট্যুরসের পেমেন্ট

আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নগদ ইসলামিক একাউন্ট করার নিয়মটা। এরকম আরো পোস্ট পেতে ভিজিট করুন আমাদের Trickyblog24 ওয়েবসাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button