আজকে আমি আপনাদের সাথে QR কোড কি? এটা নিয়ে আলোচনা করবো। বর্তমানে প্রায় সব কিছুতেই QR কোড লাগানো থাকে। আপনারা যখন অনলাইনে বা শপিংমল থেকে কেনা কাটা করেন তখন নিশ্চই খেয়াল করে দেখবেন তার মধ্যে একটি QR কোড রয়েছ।
QR কোড কি?
QR কোড হলো একটি ডিজিটাল চিহ্ন বা কোড। যা স্ক্যান করলে তার ভেতরে থাকা তথ্য বের হয়ে আসে। QR কোডের পূর্ণ নাম হলো Quickl Response Code. অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র কালো রঙের বর্গক্ষেত্রের মধ্যে লুকিয়ে রাখা কোন কিছুর মূল্য, ফোন নাম্বার বা কোন তথ্য। এখনকার সময়ে প্রতি প্রোডাক্ট বা পণ্যের গায়ে QR কোড থাকে। আর সেই QR কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করার সাথে সাথে তার তথ্য গুলো বের হয়ে আসে।
QR কোড কত প্রকার?
আমি এখন আপনাদের সাথে QR কোড কত রকমের হতে পারে তা নিয়ে বলবো। QR কোড সাধারণত অনেক রকমের হতে পারে। তবে জনপ্রিয় দুটি হলো:
- Dynamic QR Code
- Static QR Code
Dynamic QR Code:
Dynamic QR কোড অনলাইন ভিত্তিক একটি কোড। সাধারণত এই ধরণের QR Code এ কোন ওয়েব সাইটের লিংক দেওয়া থাকে। যখন কেউ স্ক্যানার দিয়ে এই কোডটি স্ক্যান করে তখন তাকে সেই QR তে থাকা লিংকের ওয়েব সাইটে থাকা তথ্য দেওয়া। এই কোড ব্যবহার সুবিধা হলো QR থাকা ওয়েব সাইটের তথ্য পরিবর্তন করলেই QR কোডের তথ্যও পরিবর্তন হয়ে যাবে।
Static QR Code:
Static QR কোড একবার তৈরি করলে তার মধ্যে থাকা তথ্য গুলো আর পরিবর্তন করা যায় না। One Time ব্যবহারের জন্য Static QR কোড ব্যবহার ঠিক আছে। যেমন: কোন কিছুর মার্কেটিং করার জন্য বা কোন একটা ইভেন্টের জন্য Static QR কোড ব্যবহার করা হয়।
QR কোড কিভাবে কাজ করে??
মনে করুন অনলাইন বা শপিংমল থেকে আপনি কিছু ক্রয় করেছেন। এখন আপনি সেই পণ্য সম্পর্কে জানতে চান। তখন আপনি পণ্যের গায়ে থাকা QR কোডটি স্ক্যান করে পণ্যটি সম্পর্কে বিভিন্ন তথ্য বা কোন কোম্পানি সেটি তৈরি করেছে এসব তথ্য জানতে পারবেন। মোট কথা সেই QR কোডে যে তথ্য দেওয়া থাকবে। কোডটি স্ক্যানার দিয়ে স্ক্যান করার পরে সেই তথ্য গুলোই দেখাবে।
যে কোন একটা শপিং মলে হাজার রকমের পণ্য রয়েছে। এতো পণ্যের তথ্য দোকানদারের নিকট জানা রাখা কঠিন। তখন এই এই QR কোড ব্যবহার করে এর সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাই পণ্য বা কোন প্রোডাক্টের গায়ে সেই প্রােডাক্ট এর কোম্পানি গুলো QR কোড লাগিয়ে রাখে। তাছাড়া উন্নত শপ গুলোতে পণ্যের গায়ের QR কোড স্ক্যান করে সেটার দাম রাখা হয়।
আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যে QR কোড কি।