ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক website এর মাধ্যমে

আমাদের যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট আছে তাদের সবারই কম বেশি মাঝে মাঝে একাউন্টের ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়।

ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক website এর মাধ্যমে

কিন্তু আমরা অনেকেই হয়তো জানিই না কিভাবে ইসলামী ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়। আমি আজকে আপনাদেরকে জানাবো ঘরে বসেই কিভাবে ইসলামী ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করবেন।

আমি আজকে আপনাদের ৩টি মাধ্যমে ব্যালেন্স চেক করা শেখাবো।

website এর মাধ্যমে ব্যালেন্স চেক

অনেকই জানেনই না যে ওয়েবসাইটের মাধ্যমে ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করা যায়। কিন্তু কোনো সমস্যা নেই যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমেই নিচের ওয়েসাইটে প্রবেশ করবেন।

Official Website Link

এখানে যে মোবাইল নাম্বার দিয়ে ইসলামী ব্যাংকে একাউন্ট করেছেন সেই মোবাইল নাম্বার দিতে হবে। আর তার নিচে ক্যাপচাটি পূরণ করতে হবে। এরপর Procced লিখাটিতে ক্লিক করতে হবে।

এখন আপনি নিচের এই ৬ টি জিনিস চেক করতে পারবে। তো একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথম অফশনটি বেছে নিতে হবে।

একাউন্টের ব্যালেন্স করার নিচের স্ক্রিনশট ফলো করুন। check account balance এর উপর ক্লিক করুন।

দেখবেন আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে গেছে।

 

এখন এই ওটিপি কোডটি বসিয়ে procced এ ক্লিক করুন।

ছবিতে দেখানোর মতো আপনার একাউন্ট নাম্বারের উপর ক্লিক করুন।

এখন আপনার ইসলামী ব্যাংকের একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

এভাবে আপনারা স্ক্রিনশট গুলো ফলো করে ওয়েবসাইটের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক

আপনারা চাইলে খুব সহজেই এসএমএস এর মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। তবে শুধু মাত্র জিপি সিমের জন্য অন্য ভাবে চেক করতে। এখন বলবো জিপি সিম বাদে অন্য সিমে কিভাবে ব্যালেন্স দেখবেন।

IBB<Speace>BAL<Speace> Send to 26969 আপনারে যে নাম্বার দিয়ে একাউন্ট করেছেন অবশ্যই সেই নাম্বার দিয়ে মেসেজ পাঠাতে হবে। অন্য কোনো নাম্বার দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন না।

  • ১.প্রথমে আপনি ফোনের মেসেজ অফশনে যাবেন।
  • ২.তারপর IBB লিখে স্পেইস দিয়ে BAL লিখবেন।
  • ৩.সব শেষে 26969 নাম্বারে এসএমএস পাঠিয়ে দিবেন।

জিপি সিম দিয়ে ব্যালেন্স চেক

অন্যান্য সিমের মতো ঠিক একই ভাবেই ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করা হয়। শুধু এসএমএস পাঠাতে হয় অন্য নাম্বারে।

IBB<Speace>BAL<Speace> Send to 16259

এখানেও সব কিছু ঠিক আগের মতোই শুধু জিপিতে ব্যালেন্স চেক করতে 16259 এই নাম্বারে এসএমএস পাঠাতে হয়।

আরো পড়ুন

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম | Nagad Islamic Account

Cellfin অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক

অনেকই হয়তো জানেন Cellfin অ্যাপ দিয়ে কিভাবে ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করে। কিন্তু যারা জানেন না তাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি।

আপনাদের প্রথম কাজ হলো PlayStore থেকে Cellfin অ্যাপসটি ডাউনলোড করে লগইন করে নেওয়া।

(যাদের Cellfin এ একাউন্ট নেই তারা নিজে নিজে ইউটিউব দেখে একাউন্ট করে নিন বা ব্যাংকে গিয়ে সেলফিন করে আপনার ব্যাংক একাউন্ট কানেক্ট করে আনুন)

এরপর আপনার Cellfin লগইন হয়ে গেলে আপনাকে আপনার ব্যাংক একাউন্টটি এখানে যোগ করে নিতে হবে।

 

Cellfin অ্যাপে ইসলামী ব্যাংক একাউন্ট যোগ করতে নিচের + আইকনে ক্লিক করুন।

এখন আপনি একাউন্ট করার সময় যে নাম ব্যবহার করেছেন সেই সম্পূর্ণ নাম, আপনার জন্ম তারিখ, আর আপনার একাউন্ট নাম্বার দিয়ে Submit এ ক্লিক করুন

এবার দেখুন আপনার ব্যাংক একাউন্টটি Add হয়ে গেছে। ব্যালেন্স দেখতে নিচে দেখানো মতো ক্লিক করুন।

 

আপনি এখন এমন একটি লেখা দেখতে পারবেন। কারণ আপনি একাউন্ট Add করার পর সেটা ব্যাংক থেকে Active করার নি।

ব্যাংক থেকে একাউন্ট Active করানোর পরে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। দেখুন আমি নিজেও একাউন্ট এড করে Active করাই নি। তাই আমার ব্যালেন্স শুধু লোডিং হচ্ছে। একাউন্ট Active করলে তখন এখানে ব্যালেন্স দেখাবে।

Cellfin অ্যাপসের সুবিধা

সেলফিন অ্যাপে অনেক সুবিধা রয়েছে। সেলফিন অ্যাপটি নগদ বা বিকাশের মতো করে ব্যবহার করে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ক্যাশইন এসব করতে পারবেন। এছাড়াও আপনাদের ইসলামী ব্যাংকের একাউন্ট সেলফিনে এড করে সেই একাউন্টের ব্যালেন্সও সেলফিন দিয়ে ব্যবহার করতে পারবেন।

সেলফিন ব্যবহার করে আপনারা অন্য ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button